[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় লাখো নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৭:৩০ পিএম

সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিপুল সংখ্যক

নেতাকর্মীর সমাগম হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্মৃতিসৌধের আশপাশে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা–আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটক পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার–ফেস্টুন নিয়ে মিছিল সহকারে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হন।
ঢাকা জেলা বিএনপির এক নেতা জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার দেশে ফেরা ও স্মৃতিসৌধে আগমন তাদের জন্য আনন্দের মুহূর্ত।
আশুলিয়া থানা বিএনপির এক নেতার ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সাভারে আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এই কারণেই বিপুল মানুষের উপস্থিতি হয়েছে।
একজন কর্মী বলেন, তারেক রহমানের আগমন তাদের জন্য গর্বের বিষয়। তাই সকাল থেকেই তারা স্মৃতিসৌধ এলাকায় অবস্থান করছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন তিনি দলের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং পরে অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান। পরদিন তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার উদ্দেশ্যে সাভারের পথে রওনা হন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর