[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৫:১৯ পিএম

দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশে ফিরে বাবার কবর জিয়ারত

করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পরদিনই তিনি দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। প্রায় দুই দশক পর এই স্থানে উপস্থিত হওয়ায় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শেরেবাংলা নগরের শহীদ জিয়ার সমাধিতে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে কিছু সময় তিনি নীরবে কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাকে আবেগ সামলাতে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, এর আগে ২০০৬ সালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি সর্বশেষ এখানে শ্রদ্ধা জানিয়েছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর আসা হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রায় ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন তিনি রাজধানীর পূর্বাচলে আয়োজিত দলীয় সংবর্ধনায় অংশ নেন। পরে অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসায় ফেরেন।
শুক্রবার দুপুর থেকেই তারেক রহমানের জিয়ারত উপলক্ষে চন্দ্রিমা উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা।
জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর