[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

গভীর রাতে মশাল মিছিল করেছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ১১:১৫ এএম

সংগৃহীত ছবি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মশাল হাতে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ ব্যানার নিয়ে এই মিছিল বের করা হয়।
মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল -অবৈধ ইউনূস সরকারের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও ও অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল”। এতে আয়োজক হিসেবে উল্লেখ করা হয় তৃণমূল আওয়ামী লীগ, গোসাইরহাট, শরীয়তপুর।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোসাইরহাট উপজেলায় প্রকাশ্যে এটিই প্রথম কোনো রাজনৈতিক কর্মসূচি বলে মনে করছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপনে বিদেশে যাওয়ার পর থেকে গোসাইরহাটে দলীয় কার্যক্রম অনেকটাই নিষ্ক্রিয় ছিল।

এমন পরিস্থিতিতে হঠাৎ গভীর রাতে মশাল মিছিল বের হওয়ায় এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। মিছিলে বিভিন্ন স্থানে দলীয় স্লোগানসংবলিত ব্যানার বহন করতে দেখা যায়।

তবে এ মিছিলে আওয়ামী লীগের কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখ মাস্ক বা কাপড়ে ঢাকা ছিল।

পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাকের নাম ও ছবি থাকলেও অন্য কোনো নেতার নাম বা ছবি দেখা যায়নি।

মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’— এমন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক পেজেও মিছিলসংক্রান্ত পোস্ট দিতে দেখা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর