দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তারেক রহমানের দেশে ফেরা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। রয়টার্স, এএফপি, বিবিসিসহ বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে তাকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে— ‘নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপি ও তার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি শিরোনাম দিয়েছে— ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন’। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ নির্বাসন শেষে বিপুলসংখ্যক সমর্থকের উচ্ছ্বসিত সংবর্ধনার মধ্য দিয়ে দেশে ফিরেছেন বিএনপির এই শীর্ষ নেতা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র ও বিএনপির উত্তরাধিকারী হিসেবে বিবেচিত তারেক রহমান বিমানবন্দরে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার স্ত্রী ও মেয়ে তার সঙ্গে ছিলেন।
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে- ‘১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী’।
বিবিসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বিএনপি তার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নিয়ে আবারও ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। দীর্ঘদিন লন্ডনে অবস্থান করা তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য নেতা হিসেবেও দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: