বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আধিপত্যবাদী শক্তির নানা ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, তাই সবাইকে ধৈর্যশীল ও সংযত থাকার প্রয়োজন রয়েছে।
বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব তরুণদেরই নিতে হবে।
গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে শক্ত ভিত্তির ওপর দেশ গড়ে তুলতে আজ থেকেই তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের শান্তি বজায় রাখতে যেকোনো উসকানির মুখে ধীর ও শান্ত থাকা জরুরি।
আমরা দেশে শান্তি চাই”—এই বার্তা পুনর্ব্যক্ত করে তিনি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিরাপদ বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তারেক রহমান বলেন, এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চান যেখানে নারী, পুরুষ ও শিশুসহ সবাই ঘর থেকে বের হয়ে নিরাপদে আবার ঘরে ফিরতে পারবে।
তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, চার কোটির বেশি তরুণ, প্রায় পাঁচ কোটি শিশু, ৪০ লাখ প্রতিবন্ধী মানুষ এবং কোটি কোটি কৃষক-শ্রমিক রয়েছেন।
রাষ্ট্রের কাছে এসব মানুষের প্রত্যাশা রয়েছে। সবাই ঐক্যবদ্ধ হলে সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসআর
মন্তব্য করুন: