[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

মায়ের টানে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ৬:১৫ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশে ফিরেই তিনি ছুটে যান অসুস্থ মায়ের কাছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তার আগেই হাসপাতালে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
হাসপাতালে যাওয়ার আগে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের দেওয়া এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান।

সেখানে তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা, একজন সন্তান হিসেবে আমার মন পড়ে আছে আমার মায়ের শয্যার পাশে, সেই হাসপাতালের কক্ষে।

কিন্তু যাঁদের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন—আপনারা, সেই মানুষদের ফেলে আমি সরাসরি হাসপাতালে চলে যেতে পারিনি। তাই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আজ এখানে দাঁড়িয়েছি।


তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর