বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি
মঞ্চে উপস্থিত থাকলেও তাঁর মন পড়ে আছে হাসপাতালে অসুস্থ মায়ের পাশে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিজের জীবনে ও পরিবারের সঙ্গে কী ঘটেছে, তা দেশবাসীর অজানা নয়। তার মতে, তাঁর মা বেগম খালেদা জিয়া দেশকে গভীরভাবে ভালোবেসেছেন এবং তাঁর সঙ্গে কী আচরণ করা হয়েছে, তা জনগণ ভালোভাবেই জানে। সন্তান হিসেবে তিনি উপস্থিত সবাইকে অনুরোধ করেন, যেন তারা আল্লাহর কাছে দোয়া করেন— তাঁর মা দ্রুত সুস্থ হয়ে উঠুন।
তারেক রহমান আরও বলেন, একজন সন্তান হিসেবে তাঁর হৃদয় এখনো হাসপাতালের সেই কক্ষে, যেখানে তাঁর মা চিকিৎসাধীন। আজকের এই অনুষ্ঠানে তিনি দাঁড়িয়েছেন মূলত জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে।
তিনি বলেন, ধর্ম, শ্রেণি, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যাই হোক না কেন, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব। যে কোনো মূল্যে বিশৃঙ্খলা ও অস্থিরতা পরিহার করতে হবে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, শিশু, নারী ও পুরুষ—সব বয়স, পেশা ও ধর্মের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, সেটিই হওয়া উচিত সবার অভিন্ন লক্ষ্য। এ জন্য সবাইকে একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এসআর
মন্তব্য করুন: