দেশের মাটিতে পা রেখেই ক্ষমতা ও সম্মানের বিষয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ উপলক্ষে তিনি পবিত্র কোরআনের একটি আয়াতের অর্থ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারেক রহমান লেখেন—
“হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন।
কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।
ওই পোস্টের সঙ্গে তিনি একটি ভিডিওও শেয়ার করেন। বিমানবন্দর থেকে ৩০০ ফিট সড়ক হয়ে ফেরার পথে বিপুল সংখ্যক মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাসে সিক্ত হন তিনি।
দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে।
সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
এ সময় বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান। তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি করেন, কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এসআর
মন্তব্য করুন: