[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

তারেক রহমানের সফরসঙ্গী কারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ৭:৩৩ পিএম

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন।

এ উপলক্ষে দলটির পক্ষ থেকে রাজধানীতে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় জড়ো হচ্ছেন।

এরই মধ্যে তারেক রহমানের সঙ্গে কারা দেশে ফিরছেন—এ বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনারে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য বিজনেস ক্লাসে মোট ছয়টি টিকিট কেনা হয়েছে।
সূত্র অনুযায়ী, এ ছয়জন হলেন—তারেক রহমান নিজে, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তার ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, বিএনপির প্রেস উইং সদস্য সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তা কামাল উদ্দীন।
তবে প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে—জাফিয়া রহমান ও জাহিয়া রহমান—তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে আসছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া নিজস্ব অর্থায়নে বিজনেস ক্লাসের টিকিট কেটে ওই ফ্লাইটে যাত্রা করছেন আরও কয়েকজন। তাদের মধ্যে রয়েছেন—মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম, ডালিয়া লাকুরিয়া প্রমুখ।
এদিকে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতারাও একই ফ্লাইটে ইকোনমি ক্লাসে টিকিট কেটেছেন। এ ছাড়া তারেক রহমানের গৃহকর্মীরাও ফ্লাইটটিতে থাকছেন।
সব মিলিয়ে ওই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে ৫০ জনের বেশি যাত্রী দেশে ফিরছেন বলে জানা গে

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর