বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন পর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে টাঙ্গাইল জেলায় দলটির নেতাকর্মীদের মধ্যে
ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। নেতাকর্মীদের দৃষ্টি এখন ২৫ ডিসেম্বরকে ঘিরে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বরণ করে নিতে টাঙ্গাইল থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ জন্য পাঁচ শতাধিক বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেটকার এবং একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। মঙ্গলবার থেকেই জেলার অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, নেতার আগমন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক সভা ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীরা সংগঠিতভাবে ঢাকায় যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন বলেন, তারেক রহমানের দেশে ফেরার খবরে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। অনেকেই দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে সরাসরি দেখার সুযোগ পাননি। নেতাকে এক নজর দেখার আগ্রহ থেকেই ১২টি উপজেলা থেকে প্রায় ১৫ থেকে ২০ হাজার ছাত্রদল নেতাকর্মী ঢাকায় যাবেন। ইতোমধ্যে অনেকে সেখানে পৌঁছেছেন।
জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু বলেন, তারেক রহমানের নেতৃত্বে তারা আবেগগতভাবে যুক্ত। দেশে তার ফিরে আসা নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তিনি মনে করেন, তারেক রহমানের উপস্থিতি দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসন ও ১২টি উপজেলা থেকে শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষও ঢাকায় যাবেন। প্রতিটি উপজেলা থেকে গড়ে ৫০ থেকে ৬০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, উপজেলা প্রতি প্রায় পাঁচ হাজার মানুষ রাজধানীর উদ্দেশে রওনা দেবেন।
অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমানের আগমন নেতাকর্মীদের কাছে ঈদের আনন্দের মতো। এতে দল আরও ঐক্যবদ্ধ হবে এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বুধবারের মধ্যেই টাঙ্গাইলের অধিকাংশ নেতাকর্মী ঢাকায় পৌঁছাবেন।
এসআর
মন্তব্য করুন: