[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

তারেক রহমানের সংবর্ধনা সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ৫:৫৩ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় দলের পক্ষ থেকে সংবর্ধনা সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তারেক রহমান। এই কর্মসূচিকে ঘিরে বিএনপির পাশাপাশি সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাতে এদিন রাজধানীতে বিপুল জনসমাগম হবে। তার দেশে ফেরা, সংবর্ধনা অনুষ্ঠান এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি ঢাকার ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সেখানে তিনি একাই বক্তব্য দেবেন। সমাবেশ শেষে তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
তিনি আরও জানান, এই কর্মসূচি ঘিরে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরের রেড জোনে কেবল বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে পারবেন।
সংবর্ধনা উপলক্ষে রাজধানীতে যে জনসমাগম হবে, তা শৃঙ্খলাবদ্ধ রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের বিমানবন্দর ও সংবর্ধনাস্থলের রেড জোনে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে। এসব স্থানে প্রবেশের জন্য আলাদা নিরাপত্তা পাস দেওয়া হবে বলেও জানানো হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যতটুকু নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সে অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ থাকার যে আলোচনা চলছে, তা সঠিক নয়।’
এছাড়া তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর, ৩০০ ফিট সড়ক, উত্তরা ও আশপাশের বিভিন্ন এলাকায় মোট ২০টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। মূল মঞ্চের কাছে ছয় শয্যার একটি মেডিকেল ক্যাম্প এবং আইসিইউ সুবিধাসহ অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থাও থাকবে।
উল্লেখ্য, ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। এরপর একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। দীর্ঘ ১৭ বছর পর এবার তিনি দেশে ফিরছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর