ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না তার।
বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি বজলুর রহমান ও বিচারপতি মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মান্নার আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এদিন আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।
উল্লেখ্য, জোটভিত্তিক নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বগুড়া-২ আসনটি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দিয়েছিল।
এর আগে গত ১০ ডিসেম্বর মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে বকেয়া ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা থেকে ‘কল ব্যাক নোটিশ’ জারি করা হয়।
এসআর
মন্তব্য করুন: