আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই শহীদ ওসমান হাদিকে নিয়ে এমন মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে চ্যানেল নাইন আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘নাইন সংলাপ’-এ অংশ নিয়ে নিলুফার চৌধুরী মনি বলেন, “এই মুহূর্তে হাদিকে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছু মনে হয়নি।
তিনি এ সময় চিকিৎসা বিজ্ঞানের উদাহরণ টেনে একটি তুলনা করেন, যা উপস্থিত আলোচক ও দর্শকদের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
মনির এ বক্তব্যের পর অনুষ্ঠানের সঞ্চালক আব্দুন নূর তুষার আলোচকদের উদ্দেশে ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান।
পরে তিনি প্রশ্ন তোলেন—ওসমান হাদিকে ব্যবহার করে কেউ কি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে বলে মনি মনে করেন কি না।
জবাবে নিলুফার চৌধুরী মনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হাদির সংগঠনের বাস্তব শক্তি কতটুকু ছিল, তা নিয়ে প্রশ্ন আছে। এত মানুষ সারা দেশ থেকে যেভাবে এসেছিল, সেটার পেছনে বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা হতে পারে।
অনুষ্ঠানে মনির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর।
তিনি বলেন, “ওসমান হাদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নেতা ছিলেন না। ইনকিলাব মঞ্চ একটি সামাজিক সংগঠন। তিনি সমাজের দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।
হুমায়রা নূর আরও বলেন, “হাদির জানাজায় মানুষের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত কষ্টদায়ক। যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা কোনো রাজনৈতিক দলের ডাকে নয়, একজন মানুষের প্রতি সম্মান জানাতে এসেছিলেন।
এই সংলাপে আরও অংশ নেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মান্নান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল।
এদিকে মনির বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা। এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদিন শিশির এক ফেসবুক পোস্টে মন্তব্যটিকে ‘অমর্যাদাকর’ উল্লেখ করে তা প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানান।
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেত্রীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। একই সঙ্গে তিনি বিএনপির আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।
এ ছাড়া আপ-বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর রাফে সালমান রিফাতসহ আরও অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মনির বক্তব্যের সমালোচনা করেছেন।
এসআর
মন্তব্য করুন: