[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

শরিকদের জন্য আরও ৮টি আসন ছাড়ল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ৩:১২ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা রাজনৈতিক দলগুলোর জন্য আরও ৮টি সংসদীয় আসনে সমঝোতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, নতুন নির্বাচনী ব্যবস্থার আওতায় সমঝোতাভুক্ত দলগুলো নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নেবে।
সমঝোতা অনুযায়ী যে আসনগুলোতে শরিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেগুলো হলো—
বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার
নড়াইল-২: এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ
যশোর-৫: ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস
পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান
ঢাকা-১২: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
উল্লেখ্য, বিএনপি ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে এবং ২০১৮ সালে অংশ নিলেও পূর্ণাঙ্গভাবে নির্বাচনী মাঠে থাকতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীর্ঘদিনের রাজনৈতিক দমন–পীড়নের পর এবার দলে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেড়েছে। এ কারণে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে সতর্ক ও হিসাবি সিদ্ধান্ত নিতে হচ্ছে।
সমঝোতার শর্ত অনুযায়ী, যেসব আসনে শরিকদের প্রার্থী দেওয়া হবে সেখানে বিএনপি নিজে কোনো প্রার্থী দেবে না। একই সঙ্গে শরিক দলগুলোও নির্ধারিত আসনের বাইরে অন্য কোথাও প্রার্থী দিতে পারবে না। তবে বিএনপিতে যোগ দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়াকে দলটি বেশি গুরুত্ব দিচ্ছে।
এর অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাও দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং কিশোরগঞ্জ-৫ আসনে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন। তার প্রার্থিতার বিষয়ে বিএনপি ইতিবাচক মনোভাব পোষণ করছে।
এ পর্যন্ত বিএনপি দুই দফায় ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। অবশিষ্ট ২৮টি আসন শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত করা হবে। এরই মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন দেওয়া হয়েছে।
এসব আসনে প্রার্থীরা হলেন—
সিলেট-৫: দলের আমির উবায়দুল্লাহ ফারুক
নীলফামারী-১: মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি
ব্রাহ্মণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবিব
নারায়ণগঞ্জ-৪: মনির হোসেন কাসেমী
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর