[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানই একমাত্র বক্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১:৫৯ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগ সৃষ্টি করে। সে কারণে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত না থাকার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশেও তার নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে ফেরার পর তারেক রহমান সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

পাশাপাশি তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন।

জনদুর্ভোগ এড়াতে তিনি এমন একটি দিন স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করেছেন, যা টানা তিন দিনের সরকারি ছুটির মধ্যে পড়েছে।
সালাহউদ্দিন আহমেদ জানান, তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। পরিবর্তে রাজধানীর এক প্রান্তে ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনের পাশে একটি স্থান নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ওই আয়োজনে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করবেন।

এই সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকবেন না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর