[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

দেশে ফিরে প্রথমে মায়ের সঙ্গে দেখা করবেন তারেক রহমান: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১:২৭ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রথমেই তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন।
তিনি আরও জানান, বিমানবন্দর থেকে সরাসরি তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় থাকা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর