বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্রে কিছু শর্ত শিথিলের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। মনোনয়নপত্র দাখিলের সময় মামলাসংক্রান্ত তথ্য উপস্থাপনের বিষয়েও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে প্রার্থীরা নিজেরাও জানেন না—কোন মামলায় কোথায় তাদের নাম রয়েছে। সে কারণে প্রত্যেক মামলার সার্টিফায়েড কপি জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করার অনুরোধ জানানো হয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের দায়িত্ব। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, সরকার সেভাবেই সহযোগিতা করবে বলে আশা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকেই যাবে বলে আমরা আশাবাদী।
এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রকামী সব মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান বাস্তবতায় তিনি কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছেন—তা নিয়ে গভীর উদ্বেগ অনুভব করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, বর্তমান পরিস্থিতিতে তার পূর্ণ প্রতিফলন দেখতে পাচ্ছেন না।
সম্প্রতি দুটি জাতীয় দৈনিকের কার্যালয় এবং একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এটি শুধু নির্দিষ্ট কোনো গণমাধ্যমের ওপর আঘাত নয়, বরং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এতে মানুষের স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সেই চেতনাতেই আজ আঘাত এসেছে। এ পরিস্থিতিতে কোনো একক রাজনৈতিক দল নয়—গণতন্ত্রে বিশ্বাসী সব মানুষের ঐক্য অপরিহার্য।’
এসআর
মন্তব্য করুন: