[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

এবার বিএনপিতে যোগ দিচ্ছেন আরেক প্রভাবশালী নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ৪:৩০ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিচ্ছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার যোগদান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ও ১২ দলীয় জোট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তবে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা নিজ দল বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেবেন, নাকি ব্যক্তিগতভাবে যোগদান করবেন—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
নির্বাচন সামনে রেখে আসন সমঝোতার অংশ হিসেবে ১২ দলীয় জোট বিএনপির কাছে প্রাথমিকভাবে ১৯টি আসনের দাবি জানিয়েছিল। এর মধ্যে সৈয়দ এহসানুল হুদার জন্য কিশোরগঞ্জ-৫ আসনটি চাওয়া হয়। যদিও বিএনপি ইতোমধ্যে ওই আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে প্রার্থী ঘোষণা করেছে। পরে আসন সমঝোতা নিয়ে বিএনপি ও ১২ দলীয় জোটের মধ্যে বৈঠক হয়। পাশাপাশি সৈয়দ এহসানুল হুদার সঙ্গেও বিএনপির আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, বিএনপিতে যোগদানের পর তাকে কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে ওই আসনে বর্তমান বিএনপি প্রার্থীর পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। যোগদানের পর তাকে লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।
এর আগে গত ১ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যুক্ত হন।
সেদিন রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে তিনি গর্বিত এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার রাজনৈতিক আদর্শ। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্ব তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সময় বলেন, রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান দলের জন্য গর্বের বিষয়। তিনি বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। পরে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন পান রেজা কিবরিয়া।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর