[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ১১:১৮ পিএম

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে ভোট করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এ লক্ষ্যে তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর কথাও জানিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মো. আসাদুজ্জামান বলেন, “আগামী ২৮ তারিখে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি নিয়ে সকলকে সঙ্গে করে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেব। এলাকার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ার লক্ষ্যেই আমি এমপি হতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা ধানের শীষে ভোট করব। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

২৮ তারিখের পর থেকে আমি সার্বক্ষণিকভাবে আপনাদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করব।”
বক্তব্যে তিনি বলেন, “একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রির কথা বলছেন।

আমরা বিশ্বাস করি, আল্লাহ এক ও অদ্বিতীয় এবং কে জান্নাতে যাবে তা কেয়ামতের ময়দানেই নির্ধারিত হবে। ভোটের উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, আপনারা মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা তৈরি করবেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর