ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানাতে শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেন।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে এ আলটিমেটামের ঘোষণা দেওয়া হয়।
নেতাকর্মীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় পুনরায় শাহবাগ অবরোধ করা হবে।
এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকেও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
শনিবার শরিফ ওসমান বিন হাদির জানাজার পূর্বমুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ আলটিমেটামের ঘোষণা দেন।
এসআর
মন্তব্য করুন: