[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

হাদী স্লোগানে প্রকম্পিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ২:২৭ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হতে এখনও আধা ঘন্টা বাকি।

তবে সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নেমেছে।

স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

আজ (শনিবার) দুপুর ২টায় হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ জানাজায় অংশ নিতে আসতে থাকেন।


অনেকে মিছিল নিয়ে প্লাজায় প্রবেশ করেন। তাদের কণ্ঠে শোনা যায়—
‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’,
‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’,
‘তুমি কে আমি কে, হাদি হাদি’—সহ নানা স্লোগান।


জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হাদির জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে এসেছেন মিজানুর রহমান। তিনি বলেন, “আমরা সকাল থেকেই এখানে এসেছি।

তাকে গুলি করার ঘটনার পর থেকে রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। আল্লাহর কাছে সবসময় তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।


ঢাকার বাইরে থেকে আসা অয়ন চৌধুরী বলেন, “হাদির আগে আল্লাহ আমাকে নিলেন না কেন? এ দেশের তার মতো মানুষের প্রয়োজন ছিল আরও অনেক।


জানাজায় অংশ নিতে মুসল্লিরা আগেভাগেই অজু করে প্রস্তুতি নিচ্ছেন। কেউ সিটি করপোরেশনের সরবরাহ করা পানি ব্যবহার করছেন, আবার কেউ সঙ্গে আনা পানিতেই অজু সম্পন্ন করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর