[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

নিউএজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় ডিআরইউ’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১১:৫৫ পিএম

সংগৃহীত ছবি

কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির মাধ্যমে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারে সহায়তা করতে গিয়ে হেনস্তা ও নাজেহালের শিকার হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং ইংরেজি দৈনিক দ্য নিউএজের সম্পাদক নূরুল কবীর।

প্রথিতযশা এই প্রবীণ সাংবাদিককে এভাবে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ।

শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) এক বিবৃতিতে ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, নিউএজ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক নূরুল কবীরকে নাজেহাল ও হেনস্তার ঘটনায় আমরা গভীরভাবে ক্ষুব্ধ।

অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।

ডিআরইউ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার স্থায়ী অবসান দেখতে চায়।”

ডিআরইউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর