রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একদল লোক হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালানোর পর অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, রাজধানীর সেগুনবাগিচা এলাকায় উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।
এরপর সাড়ে ৭টার দিকে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: