[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

হাদি হত্যার প্রতিবাদে সাইন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৯ পিএম

প্রতিবাদ ও সড়ক অবরোধ:


শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা।

অবরোধে সাইন্সল্যাব থেকে নীলক্ষেতগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি হয়।

অবরোধে অংশগ্রহণকারী শিক্ষার্থী:

ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রতিবাদের দাবি:

শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার পর সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি।

প্রথমে ঢাকার হাসপাতালে, পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছিল।

১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মরদেহ ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে।

 

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর