[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলো মা‌র্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:১১ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান

হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে থেকে শরিফ ওসমান হাদির অকালপ্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে তারা তার পরিবার, সহকর্মী, বন্ধু এবং অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র হিসেবেও পরিচিত ছিলেন। তার মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে বলে জানানো হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর