[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

হামলার কারণে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ৭:১৪ এএম

সংগৃহীত ছবি

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর দেশের শীর্ষস্থানীয় দুই দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

এ কারণে শুক্রবার (পরদিন) পত্রিকা দু’টির ছাপা সংস্করণ প্রকাশ করা হচ্ছে না। পাশাপাশি অনলাইন সংস্করণের কার্যক্রমও প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে পত্রিকা দু’টির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। তারা জানান, আকস্মিক হামলা ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে রাতেই সব কর্মীকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার-এর অফিসে হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে।

হামলার সময় পত্রিকা দু’টির বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীদের সরিয়ে দেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের নিরাপদে উদ্ধার করেন।

ঘটনাটি ঘিরে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর