নকিলাব মঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে যে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর সম্পূর্ণভাবে ভিত্তিহীন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন হলেও তার মৃত্যুর যে সংবাদ ছড়ানো হচ্ছে তা সত্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, “ওসমান হাদি ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক, তবে তিনি জীবিত রয়েছেন।
মৃত্যুর খবরটি গুজব।”
এছাড়াও হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, আল্লাহ তায়ালা যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ দান করেন এবং দ্রুত সুস্থতা নসিব করেন।
এসআর
মন্তব্য করুন: