[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

নিরাপত্তা শঙ্কায় সাময়িক বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি–জেএফপি) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে দুপুর ২টার পর ভিসা সেন্টারে সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

এ সময় যেসব আবেদনকারীর নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন বিষয়ে দাবিতে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’ নামে একটি সংগঠন।

চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী এই সংগঠনটি বুধবার বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে।

এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির বিষয়টি জানানো হয়। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভিসা সেন্টার কর্তৃপক্ষ এ সাময়িক সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর