মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা এনে দেওয়া
শহীদদের স্মরণে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।
মঙ্গলবার সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় দেখা যায় বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সরব উপস্থিতি। হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি।
মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে স্মৃতিসৌধে আসা কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, তিনি মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ না করলেও বই ও ইতিহাসের মাধ্যমে এ সম্পর্কে জেনেছেন। প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি গর্ব অনুভব করছেন বলে জানান।
অন্যদিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে আসা আরিফুল ইসলাম বলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে তিনি প্রতি বছরই জাতীয় স্মৃতিসৌধে আসেন। এবারও সেই ধারাবাহিকতায় তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই বিজয় দিবস জাতির জন্য গৌরবের দিন। তাই দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে এসে বিনম্র শ্রদ্ধা জানানো তাদের নৈতিক দায়িত্ব।
এসআর
মন্তব্য করুন: