সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস
আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান, এর আগে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আনিস আলমগীরের দেওয়া বক্তব্য রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকিস্বরূপ। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি।
উল্লেখ্য, এই মামলায় সাংবাদিক আনিস আলমগীরসহ মোট চারজনকে অভিযুক্ত করা হয়েছে। অন্য আসামিরা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
জানা গেছে, গত রোববার গভীর রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন, যা পরে মামলা হিসেবে নথিভুক্ত হয়। অভিযোগে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এর আগে একই দিন সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি জিম থেকে আনিস আলমগীরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এসআর
মন্তব্য করুন: