[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

ভোটে দায়িত্বরত সবার তথ্য নিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ৮:২৭ পিএম

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচনী দায়িত্বে থাকা সব কর্মকর্তার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এ বিষয়ে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নির্বাচন চলাকালীন দ্রুত ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তথ্য জমা দিতে হবে। এর আওতায় উপমহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তারাও এ তালিকায় থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা। সংশ্লিষ্ট সবার তথ্য নির্ধারিত ফরম্যাটে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর