[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

হাদিকে সিঙ্গাপুরে নিতে নিজস্ব বাজেট থেকে টাকা দেবে অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ২:২৮ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার

জন্য সিঙ্গাপুরে পাঠাতে প্রয়োজনীয় অর্থ অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাদির চিকিৎসার ক্ষেত্রে অর্থ কোনো বাধা নয়। প্রয়োজনীয় সব ব্যয় সরকার বহন করবে।

তিনি জানান, হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠাতে হবে এবং সে জন্য যত অর্থ দরকার হবে, তা দিতে অর্থ মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। পরে হিসাবনিকাশ করা হবে, তবে সিদ্ধান্ত নেওয়ার সময় কোনো দ্বিধা ছিল না।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে সোমবার একটি মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসক দল, ভ্রমণ ও হাসপাতাল সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা ব্যয় সম্পূর্ণভাবে রাষ্ট্র বহন করবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর