[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

হাদিকে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স, ঢাকা ছাড়বে দুপুর দেড়টায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:১২ পিএম

জুলাই আন্দোলনের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ

প্রার্থী শরিফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স তাকে বহন করবে। এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা ১১:২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং দুপুর ১:৩০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

শরিফ ওসমান হাদি গত শুক্রবার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সরকারের প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে জরুরি টেলিকনফারেন্সের মাধ্যমে বিদেশে বিশেষ চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সুবিধা যাচাই করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর