[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

ইসিতে যাচ্ছেন তারেক রহমান, আগারগাঁওয়ে বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ১:১০ পিএম

তারেক রহমান ইসিতে যাচ্ছেন, আগারগাঁওয়ে বাড়তি নিরাপত্তা


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের জন্য ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন। এজন্য রাজধানীর আগারগাঁও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসি ভবন ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে। প্রবেশদ্বারে পরিচয়পত্র যাচাই ও নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে।
ইসি জানিয়েছে, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে সাধারণ নাগরিকদের মতো নিয়মই প্রযোজ্য হবে। তথ্য যাচাই, ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা সভায় অংশ নেন এবং পরে হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর