[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ১:১২ পিএম

সংগৃহীত ছবি

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হতাহত যাত্রীদের উদ্ধার করে ঢাকার সদরঘাটে নিয়ে আসা হয়।

সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা জানান, লঞ্চ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৬ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত লঞ্চ দুটি হলো ঢাকামুখী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালমুখী অ্যাডভেঞ্চার-৯।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় অংশ নিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ফিরছিলেন।

রাতের ঘন কুয়াশার মধ্যে হঠাৎ করে জাকির সম্রাট-৩ লঞ্চটির সঙ্গে অ্যাডভেঞ্চার-৯-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় লঞ্চের অন্তত ৩০ জন যাত্রী আহত হন।


এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বছির আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর জাকির সম্রাট-৩ লঞ্চটি নিহতদের মরদেহ নিয়ে ঢাকার সদরঘাটে পৌঁছেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর