ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশে এই কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে দোয়া-মোনাজাতের আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ ও শহীদ ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এবং তার রুহের মাগফেরাত কামনায় জুমার নামাজের পর সারাদেশে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে গণসংযোগ কার্যক্রম শেষ করে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
এসআর
মন্তব্য করুন: