[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

নবম পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্তে সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪২ পিএম

সংগৃহীত ছবি

নতুন বেতনকাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ বিরাজ করছে।

পে কমিশনের সুপারিশ দাখিলে বিলম্ব এবং স্পষ্ট দিকনির্দেশনার অভাবে কর্মচারী সংগঠনগুলো আবারও আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রেখেছিলেন সরকারি কর্মচারীরা। তবে একাধিকবার আলটিমেটাম দেওয়ার পরও পে কমিশন এখনো নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ জমা না দেওয়ায় নতুন করে কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রেক্ষাপটে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করবেন সরকারি কর্মচারী নেতারা।
সংগঠন সূত্রে জানা গেছে, নতুন বছরের শুরুতেই ধাপে ধাপে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হতে পারে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীকী অনশন, বিভিন্ন পর্যায়ের সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক এক থেকে দুই ঘণ্টার কর্মবিরতি। কর্মসূচির ধরন ও নির্দিষ্ট সময়সূচি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর