[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

নির্বাচনে প্রার্থীদের কর সেবায় এনবিআরের বিশেষ হেল্প ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ৪:৩৭ পিএম

এনবিআরের বিশেষ উদ্যোগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে

অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিনেও প্রার্থীদের জন্য আলাদা হেল্প ডেস্ক চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীরা যেন অনলাইনে দ্রুত ও সহজে আয়কর রিটার্ন জমা দিতে পারেন, সে জন্য ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনের সপ্তম তলায় অবস্থিত ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয় থেকেই এই হেল্প ডেস্কের সেবা দেওয়া হবে। সময়সূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা সরাসরি এই সেবা গ্রহণ করতে পারবেন।
এনবিআর আরও জানিয়েছে, সাপ্তাহিক ছুটির পাশাপাশি আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর নিয়মিত অফিস সময়েও এই হেল্প ডেস্ক খোলা থাকবে। এখানে আয়কর রিটার্ন দাখিলসংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। মূল উদ্দেশ্য হলো নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর