[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

যে কোনো মূল্যে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ৪:১৮ পিএম

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

আমরা শান্তি চাই এবং দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর পূর্বাচলে আয়োজিত এক গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না।

দেশ ও জনগণের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, “আমি আপনাদের সামনে স্পষ্টভাবে বলতে চাই—আই হ্যাভ এ প্ল্যান।

এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই আমরা দেশকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে চাই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর