[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ৯:১৩ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ

প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে বিমানবন্দর, ৩০০ ফিট এলাকা, গুলশানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। দীর্ঘ প্রায় ১৭ বছর পর তিনি দেশে ফিরছেন। এ সময় তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

ফ্লাইটটি দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর