[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬ এএম

ফাইল ছবি

বিভিন্ন আলোচনা ও সমালোচনার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।

তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন, যা রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

এ সংক্রান্ত একটি গেজেট বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত গেজেটে জানানো হয়েছে, খোদা বকশ চৌধুরীর পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

সম্প্রতি উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদলের বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সেই আলোচনায় খোদা বকশ চৌধুরীর নামও উঠে আসে এবং তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল।

এ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছিল।

এরই মধ্যে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন খোদা বকশ চৌধুরী।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর