[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।

নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত জমা ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধার্থে ওই দিন তফসিলি ব্যাংকের সব শাখা চালু থাকবে।
এর আগে নির্বাচন কমিশন বাংলাদেশ ব্যাংককে পাঠানো এক চিঠিতে জানায়, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে। তবে এর আগে ২৫ ডিসেম্বর বড়দিনের সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ব্যাংক বন্ধ পড়ছে।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ অবশ্যই ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। টানা ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে এসব আর্থিক কার্যক্রম সম্পন্ন করা কঠিন হয়ে পড়ত। এ সংকট নিরসনে শনিবার সব তফসিলি ব্যাংক খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে প্রার্থীরা ওই দিন ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে প্রয়োজনীয় পে-অর্ডার বা ট্রেজারি চালান সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর