আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই—এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে।
ফলে দলটি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট।
তারেক রহমানের প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে সরকার স্বাগত জানায়।
তিনি যে পরিমাণ নিরাপত্তা চান, সে বিষয়ে সরকারের সঙ্গে বিএনপির আলোচনা চলছে।
বিএনপির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হচ্ছে। সরকারের কাছে যে সহযোগিতা চাওয়া হয়েছে, তা প্রদান করা হচ্ছে।
এ সময় তিনি আরও জানান, ডেইলি স্টার ও প্রথম আলো সংক্রান্ত ঘটনায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ভিজ্যুয়াল প্রমাণের ভিত্তিতে এসব গ্রেপ্তার করা হয়। অনেকের কাছ থেকে আলামতও উদ্ধার করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: