[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ৬:০৬ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মোটরসাইকেল চালক

আলমগীরের সহযোগী হিসেবে পরিচিত হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হিমন আদাবর থানা যুবলীগের একজন কর্মী বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় হিমন আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য অনুযায়ী আরও অভিযান পরিচালনা করা হলে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রের দাবি, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি প্রায় দুই মাস আগে দুবাই থেকে দেশে ফেরেন। প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয় এবং পরে আদাবরের ১৭/বি এলাকার একটি বাসা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় উদঘাটনে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর