দেশে প্রথমবার চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামী দিনে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থায় নির্বাচন কমিশন সন্তুষ্ট এবং আগামী তিন দিনের মধ্যে পোস্টাল ভোটে নিবন্ধনের হার আরও বৃদ্ধি পাবে বলে তারা প্রত্যাশা করছেন।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা শেষ হতে আর মাত্র তিন দিন বাকি রয়েছে। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
সিইসি আরও বলেন, নির্বাচন কমিশনের ধারণা অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা আরও উন্নত ও কার্যকর হবে।
পোস্টাল ভোটে নিবন্ধনের হার বাড়াতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতাও কামনা করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: