সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ জেলার উদ্দেশে পাঠানো হয়, যেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
নিহত ছয় শান্তিরক্ষী হলেন—নাটোরের করপোরাল মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজার আগে শহীদদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয়।
জানাজা শেষে নিহতদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে সামরিক সচিবরা, পাশাপাশি তিন বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে নিহতদের স্বজনদের কাছে জাতিসংঘের পতাকা হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আরও নয়জন আহত হন। শনিবার নিহতদের মরদেহ ঢাকায় পৌঁছায়।
এসআর
মন্তব্য করুন: