[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

মেসেজ স্পষ্ট, দ্রুতই শুরু হবে যৌথ অভিযান: ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

দেশে খুব শিগগিরই যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “মেসেজ ক্লিয়ার—কাউকে সন্ত্রাসী কার্যকলাপে জড়াতে দেওয়া হবে না।”

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


নির্বাচন কমিশনের দাবি, সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

ইসি সানাউল্লাহ বলেন, “যারা সহিংসতা, হত্যাকাণ্ড কিংবা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হবে।” তিনি আরও বলেন, আবেগের সুযোগ নিয়ে যারা অপরাধে জড়িয়েছে, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

নির্বাচনি পরিবেশ বিঘ্নিতকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির লক্ষ্যে যৌথ বাহিনীর অভিযান পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর