[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান ঢাকার, হাইকমিশনে হুমকির ঘটনায় উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ৬:২৭ পিএম

সংগৃহীত ছবি

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থিদের বিক্ষোভ ও হুমকির ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার।

রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “এ ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন এবং তাকে সংখ্যালঘু পরিচয়ে উপস্থাপন করা হচ্ছে, যা সঠিক নয়। “বাংলাদেশ আশা করে, ভারত সরকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেবে,”—বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, ঘটনাস্থলে শুধু কয়েকজন লোক এসে হুমকি দিয়েছে—এমন নয়; সেখানে মাত্র দুজন নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন এবং তারা নীরবভাবে দাঁড়িয়ে ছিলেন। এ অবস্থায় বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন বলে ঢাকা মনে করে। তিনি জানান, দিল্লির পক্ষ থেকে দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
এক বিবৃতিতে তিনি জানান, ২০ ডিসেম্বর (শনিবার) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০–২৫ জন যুবক জড়ো হয়ে বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তোলে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, এ সময় নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা কোনো নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়নি। দায়িত্বে থাকা পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার দৃশ্যমান প্রমাণও সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে ঢাকার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা ও কূটনৈতিক মর্যাদার প্রশ্নে কোনো ধরনের হুমকি বা উসকানি গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে ভারতের কাছ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর