[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১২:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর তারা সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন।
বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রস্তুতি এবং বাহিনীগুলোর সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব উপস্থিত থাকবেন।
এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এসব বৈঠকের আলোকে আইনশৃঙ্খলা বিষয়ক একটি বিশেষ পরিপত্রও জারি করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর