নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১৩
জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানের তথ্য সংশ্লিষ্ট থানার ওসি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের সংখ্যা উপজেলা অনুযায়ী:
সেনবাগ: ১ জন
বেগমগঞ্জ: ৪ জন
সুধারাম: ২ জন
কবিরহাট: ২ জন
কোম্পানীগঞ্জ: ১ জন
চরজব্বর: ২ জন
হাতিয়া: ১ জন
পুলিশের বক্তব্য:
নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি উপজেলায় অভিযান জোরদার করা হয়েছে।
এটি দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’ এর অংশ।
সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা মূলত আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সমর্থক।
আগের দিনের তথ্য:
বেগমগঞ্জে আগের দিন ৭ জন, সুধারামে ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: